আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর রাজন (৪১) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপালপুর গ্রামে হলুদ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজন উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুন্না আলীর স্ত্রী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুপুর ১২টার দিকে গোপালপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে।
তবে কে বা কারা এ হত্যার ঘটনায় জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।