আমিনপুর প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন জাতসাকিনী ইউনিয়নের নান্দিয়ারা রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় গোলেজান বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
গোলেজান বেগম নান্দিয়ারা এলাকার মোসলেম সরদ্দারের স্ত্রী।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) রঞ্জন বিশ্বাস জানান, সকালে নান্দিয়ারা এলাকায় রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন গোলেজান বেগম। এ সময় পাবনার ঢালার চর থেকে রাজশাহীগামী ‘ঢালার চর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।