তাইজুল ইসলাম : পাবনার সাঁথিয়ায় বে-রসিক পুলিশের কারণে প্রেমিক-প্রেমিকা এখন শ্রীঘরে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার মাধপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি সদ্য পাশকৃত ছাত্রী ও উত্তর শোলাবাড়িয়া গ্রামের রঞ্জু শেখের মেয়ে মিরা খাতুনের সাথে একই উপজেলার মাধপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে শামীমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের কথা জানাজানি হলে মেয়ের অভিভাবকরা মেয়েকে পাবনার দোগাছি গ্রামের আজিজুল হকের সাথে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে কথা হয়। মিরার ইচ্ছার বিরুদ্ধে নিকট আত্মীয় সাথে বিয়ের কথা হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর দুপুরে সে প্রেমিক শামীমের সাথে অজানার উদ্দেশ্যে পারি জমায়। অনেক খোজাখুজির পর তাদের বিয়ে দেয়ার আশ্বাসে বাড়ি আনা হয়। গত ২৩ সেপ্টেম্বর উভয় পক্ষের লোকজন নিয়ে মাধপুর বাজার এলাকায় শালিশী বৈঠক বসে। শালিশী বৈঠকে উভয়ের কথা শোনার পর মেয়ের অভিভাবকরা মেয়ের সাথে কথা বলে কোন সমাধানে আসতে না পারায় মেয়ে তার প্রেমিক শামীমের সাথে আবার চলে যায়। ওই দিনই এ ব্যাপারে মেয়ের বাবা রঞ্জু শেখ বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাঁথিয়া থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে নগরবাড়ি-ঢাকা মহাসড়কের আমাইকোলা নামক স্থান থেকে প্রেমিক শামীম (২৫), সহযোগী আজিজ (৩৬), শরিফুল (২৭), মোজাম্মেল হক (৩৫) কে আটকসহ মিরাকে উদ্ধার করে। সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় প্রেমিক শামীমসহ ৪ জনের বিরুদ্ধে ২৪/০৯/২০২০ তারিখে ২০ নম্বর মামলায় আসামীদের কোর্টে প্রেরণ করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।