Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

পাবনায় শুরু হচ্ছে অনলাইনে গানের প্রতিযোগিতা

শেয়ার করতে এখানে চাপ দিন


নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার প্রতিশ্রুতিশীল নবীন কণ্ঠশিল্পী যারা গভীর-গোপনে বুকের ভেতরে লালন করেন সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন; তাদের জন্য শীঘ্রই শুরু হচ্ছে অনলাইনে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সুরের জাদুকর-২০২০’।১০-১৫ এবং ১৬-৩০ বছর বয়সী পাবনা জেলার স্থায়ী বাসিন্দা যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জনকে পাবনার ‘সুরের জাদুকর-২০২০’ হিসেবে বিজয়ী করা হবে এবং বিজয়ীরা জনপ্রিয় মিউজিশিয়ানদের কম্পোজিশনে মৌলিক গানের এ্যালবামে কণ্ঠ দেয়ার সুযোগ পাবেন। এমনটাই জানানো হয়েছে আয়োজক ‘চ্যানেল পাবনা’-এর পক্ষ থেকে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত এটি অনলাইন ও ইউটিউব নির্ভর গানের শিল্পী খোঁজার একটি প্রতিযোগিতা। প্রাথমিক বাছাইয়ের আগে প্রতিযোগীকে তার পছন্দের যে কোনো একটি বাংলা গান খালি গলায় গেয়ে মোবাইল ফোনে বা ক্যামেরায় ভিডিও ধারণ করে (সাউন্ড পরিস্কার হতে হবে) পাঠিয়ে দিতে হবে gaanbajna123@gmail.com-এ। ভিডিওটির সঙ্গে ই-মেইলে লিখে দিতে হবে নাম-ঠিকানা-মোবাইল নম্বর ও ফেসবুক আইডির লিংক।
বিচারকদের প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগীর ভিডিওটি আপলোড করা হবে ‘চ্যানেল পাবনা’ ইউটিউব চ্যানেলে। দর্শকদের লাইক, কমেন্ট ও বিচারকদের রায়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রথম ১০ জন পাবেন ‘পাবনার সুরের জাদুকর-২০২০’ নামের এ্যালবামে গান গাওয়ার সুযোগ। এছাড়াও পাবনা শহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত ১০ জনকে প্রদান করা হবে বিশেষ পুরস্কার। ১০ জনের জন্য তৈরি হবে ১০টি মনোমুগ্ধকর মিউজিক ভিডিও এবং তা ছড়িয়ে দেওয়া হবে সারাদেশে।
ভিডিও পাঠানোর শেষ তারিখ ৫ অক্টোবর ২০২০।

বিচারকমণ্ডলীর নাম : প্রদীপ দাস, পূজন দাস, বিপ্লব দত্ত ও সুনীল সূত্রধর।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর