Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় নেতাকর্মীদের নিয়ে কাদেরের কবর জিয়ারতে দুলাল

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের কবর জিয়ারত করলেন বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ দুলাল ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার ( ৩০ সেপ্টেম্বর) বাদ আছর নান্দিয়ারা কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতসাখিনী ইউনিয়ন আ,লীগ সভাপতি ও চেয়ারম্যান রেজাউল হক (বাবু), মাশুমদিয়া ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিরোজ হোসেন,পুরান ভারেঙ্গা ইউনিয়ন আ,লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ, রুপপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আ,লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক একে এম সায়েম মনি, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শিহাব উদ্দিন প্রান্তিক,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাসেল,সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল বাসার বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা প্রবীর গোস্বামী বাবু।
চাকলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবীব (শাওন), সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংঘঠনিক সম্পাদক বরকত উল্লাহ বুলু প্রমুখ।কবর জিয়ারত শেষে নেতাকর্মীসহ আব্দুর রশিদ দুলাল মরহুম আব্দুল কাদেরের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের খোঁজ খবর নেন সমবেদনা জানান।

শ্রী অনিল কুমার শাহ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুর রশিদ দুলাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্ত করার লক্ষে উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। এতে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রসঙ্গত বেড়া উপজেলা আওয়ামীেেগর সভাপতি আব্দুল বাতেনকে শেখ হাসিনার নির্দেশে দলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উল্লেখ্য আব্দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বরণ করেন।
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা কাশিনাথপুর মহিলা কলেজ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে নান্দিয়ারা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। আব্দুল কাদের দীর্ঘদিন ধরে বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর