চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার পরে চাটমোহর-পাবনা মহাসড়কের মহেশপুর ইটভাটা সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী জহুরুল চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মৃত. ওয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে ও পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ইলেকট্রিক মিস্ত্রি জহুরুল ইসলাম মহেশপুর ইটভাটা সংলগ্ন একটি চা-স্টলে চা পান করার জন্য বসেন। সেখানে সে কিছু সময় অতিবাহিত করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় উঠতেই পাবনা থেকে চাটমোহর অভিমূখে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশবর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।