সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম ) : দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, স্লোগানে সারা দেশের মতো আজ পাবনা জেলার সাঁথিয়াতে উৎযাপিত হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ র্যালী ও আলোচনা সভা।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডঃ শামসুল হক টুকু (এমপি) মাননীয় সংসদ সদস্য ৬৮ পাবনা-১,সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ।
আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি )ফয়সাল রায়হান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, পিআইও কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ, এছাড়া উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাব’র সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, সহসভাপতি মনসুর আলম খোকন, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা,সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইন, সাংবাদিক প্রভাষক মোঃ আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক আঃ মজিদ মোল্লা, আবু ইসহাক,উজ্জ্বল, ফারুক,আরিফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।