অধ্যক্ষ আব্দুস সালাম : সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের বৃমালঞ্চি গ্রামের বেলতলার মোড়ে ৮/১০টি দোকানের মধ্যে শত্রুতাবশত একটি দোকানে আগুন দেয়া হয়েছে ।
জানা গেছে, হিরণ মিয়ার মালিকানাধীন দোকানটির কর্মচারী মো. মোক্তার আলী বিশ্বাসের পুত্র মো. জাহাঙ্গির বিশ্বাস । দৈর্ঘ্যে ও প্রস্থে ১৫ হাত ও ৮ হাত মুদি-দোকানটি তিনি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছিলেন।
গত সোমবার (১২ অক্টোবর) আনুমানিক রাত ২টার দিকে এরকম ঘটনা ঘটে। দোকানের মালিক হিরণ মিয়া জানান, তার দোকানে আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ও অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে । এর পূর্বেও শত্রুতা করে তিন তিন বার তার দোকানে আগুন দেয়া হয়েছিল বলে জানা গেছে । কে বা কারা শত্রুতা করে আগুন দিয়েছে এ বিষয়ে তিনি অবগত নন।
তবে এ নিয়ে আমিনপুর থানায় তিনি সাধারণ ডায়েরীও করেছেন। তিনি স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে সহযোগিতা চান ।
এ ঘটনায় এলাকাবাসী ও পাশ্ববর্তী দোকানের মালিকরা অত্যন্ত মর্মাহত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।