আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া থানার চাঁন্দাইগ্রামে এলাকার আধিপত্য নিয়ে বিরোধে মকবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আলম হোসেন (৪২) নামের একজন গুরুতর আহত হন। শনিবার সন্ধ্যায় চান্দাই বিলে এঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। আহত আলম একই গ্রামের চাঁদ মোল্লার ছেলে।নিহতের চাচাতো ভাই আব্দুল মতীন জানান, শনিবার সন্ধ্যায় তারা ধানুয়াঘাটা হাট থেকে বাড়ি ফিরছিল। এমন সময় চাঁন্দাই বিলের কাছে সন্ত্রাসীরা তাদের গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই মকবুল মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজন।
আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।