Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

আগামীকাল পাবনার ভাঙ্গুড়ায় দুটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে

শেয়ার করতে এখানে চাপ দিন

ভাঙ্গুড়া প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) পাবনার ভাঙ্গুড়ায় দুটি ইউনিয়নে (ভাঙ্গুড়া ও মন্ডতোষ) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে।
ইতিমধ্যে দুই ইউনিয়নের ভোট গ্রহণকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আনুসঙ্গিক কাজকর্ম শেষ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রোকসানা নাসরিন।

ভোট গ্রহণ উপলক্ষ্যে দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে।ভোট গ্রহণ কাজে সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ আনছার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।

ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ বিএনপি সহ মোট ৪জন। তারা হলেন- মোঃ বেলাল হোসেন খাঁন (নৌকা প্রতীক ), মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম ফারুক টুকন (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী জাহিদুজ্জামান (আনারস প্রতীক)।

অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন- মোঃ আফছার আলী (নৌকা প্রতীক), মোঃ আকরাম হোসেন (ধানের শীষ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর ইসলাম মিন্টু (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (আনারস প্রতীক), স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন (মোটরসাইকেল প্রতীক)।

জানা গেছে, মন্ডুতোষ ও ভাঙ্গুড়া ইউনয়নে চেয়ারম্যান সংরক্ষিত মহিলা, সাধারণসহ মোট ২৬ টি পদের বিপরীতে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর