সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম) : শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শারদীয় দুর্গাপূজা উৎযাপন ২০২০ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ শামসুল হক টুকু (এমপি) মাননীয় সংসদ সদস্য পাবনা-১ ও সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল মাস্টার, ৪৪ পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবে’র সভাপতি জয়নুল আবেদীন রানা, সেক্রেটারি আবুল কাশেম মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন।