Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

ভাঙ্গুড়ার দুই ইউপি নির্বাচনে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জয়

শেয়ার করতে এখানে চাপ দিন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম ফারুক টুকুন (ঘোড়া) ৫০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (ধানের শীষ) পেয়েছেন ২৩৯৪ ভোট।

অপরদিকে মন্ডুতোষ ইউনিয়নে আফসার আলী মাস্টার (নৌকা) ২৩৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ (আনারস) পেয়েছেন ২১৮২ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, নির্বাচনে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু’জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনী তৎপর ছিলেন। এছাড়া র‌্যাব ও বিজিবির দল মাঠে টহলে ছিল।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার রোকসানা নাসরিন বলেন, ভাঙ্গুড়া উপজেলার দুটি ইউনিয়নেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সব ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর