সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম) : গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পাবনার সাঁথিয়াতে অনলাইন ব্যাংকিং ডাচ্ বাংলা ব্যাংক -এর এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলা পরিষদ সংলগ্ন সজনী এন্টারপ্রাইজের আয়োজনে ও শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় এ ডাচ্ বাংলা এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়।
সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব হোসেন, রিজিওয়ানাল ম্যানেজার, ডাচ্ বাংলা ব্যাংক রাজশাহী। প্রধান আলোচক ছিলেন আঃ কদ্দুস মিয়া, এরিয়া ম্যানেজার, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক পাবনা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বরিউল করিম হিরু, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লাসহ স্হানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও শিল্পপতিগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।