আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ফাস্টফুড ও কফিশপের চাহিদা। শুধু ভাল খাবারই নয় , তরুণ প্রজন্মের কাছে প্রিয় সাজ সজ্জিত ভিন্ন রকম পরিবেশ । জন্মদিন কিংবা ছোটখাটো গেট টুগেদার এর জন্য আমরা বেছে নিই ক্যাফে সবগুলোকে। কিন্তু এমন কোন ক্যাফে শপ কাশিনাথপুরে না থাকায় হয়তো এতদিন তা সম্ভব হয়ে ওঠেনি। তাই তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রী ও সকলের কথা চিন্তা করে চালু হলো আস্থা মেগা শপ এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠান আস্থা ক্যাফে।
অতিথি পরায়ণ ও ভোজন রসিক কাশিনাথপুরবাসীদের কথা বিবেচনা করে রুচিসম্মত সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে ক্যাফেটিকে । পাবনার প্রাণকেন্দ্র কাশিনাথপুর স্কাইলার্ক স্কুল রোডে ক্যাফেটি চালু করা হয় গত ১৬ই অক্টোবর।
প্রায় অর্ধশত মেনু নিয়ে সারম্বড়ে চালু হয়েছে ক্যাফেটি । দেশের অন্যতম সেরা শেফ এর মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে সব মেনু। সেরা স্বাদের বাহারি সব খাবার বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে।
খাবারের তালিকা গুলোর মধ্যে রয়েছে – ফ্রাইড রাইস, চিকেন রাইস, মিক্স এগ্ রাইস, চিকেন চাওমিন, এগ নুডুলস, চিকেন নুডুলস, চিকেন কর্ন স্যুপ, থাই সুপ, চিকেন ফ্রাই, চিকেন উইংস, চিকেন স্তৃপস, চিকেন ললিপপ, ভেজিটেবল রোল, এগ পাস্তা, হোয়াইট পাস্তা, টোস্ট স্যান্ডউইচ, চিকেন বার্গার ।
এছাড়া ড্রিংস আইটেমগুলোতে রয়েছে – সল্ট লাচ্ছি, ব্যানানা লাচ্ছি, ম্যাংগো জুস, লেমন জুস, ফ্রুুুড লেমন জুস, সিজনাল জুস, হট কফি, কোল্ড কফি, চকলেট কফি, ব্লাক কফি ও মিল্ক শেক আইটেমসমূহ।
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ক্যাফেটি খোলা থাকে।