নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩শে অক্টোবর শুক্রবার সকাল ১১টায় পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২শত অসহায়,দরিদ্র, দিন-মুজুর, শ্রমিকদের মাঝে অগ্রণী ব্যাংক লিমিটেডের সার্বিক সহোযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ ফরজ আলী, পরিচালক,অগ্রণী ব্যাংক লিমিটেড, পরিচালনা পরিষদ।
তিনি বলেন আমাদের ব্যাংকের পক্ষ থেকে আপনাদের মাঝে অতি সামন্য সহয়তা। আমি অনুভব করি, আপনাদের অভাবের তুলনায় এ সহয়াতা অতি ক্ষুদ্র তবুও যদি আপনাদের মুখে একটু হাসি ফোটে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিরোজ হোসেন। তিনি বলেন অগ্রণী ব্যাংকের প্রতি আমি ও আমার ইউনিয়ন কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই অগ্রণী ব্যাংকের প্রতি, বন্যা কবলিত আমার ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম, মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী সার্কেল। আরো উপস্থিত ছিলেন জনাব রেজাউল হক বাবু,চেয়ারম্যান জাতসাখীনি ইউনিয়ন পরিষদ, জনাব আবুল হাশেম উজ্জ্বল, চেয়ারম্যান রুপপুর ইউনিয়ন পরিষদ।