Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

পাবনার চাটমোহরে বিয়ের গাড়ি উল্টে বরসহ অন্তত ২০ জন আহত

শেয়ার করতে এখানে চাপ দিন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিয়ের গাড়ি উল্টে বরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে বিয়ে শেষে কনেকে নিয়ে ফেরার পথে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শাহজাহানপুর মোড়ে এ ঘটনা ঘটে।

বরের নাম আবুল কালাম।তিনি মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাদারি মণ্ডলের ছেলে।তবে এ ঘটনায় কনে আহত হননি বলে জানা গেছে।
চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঈনুর রহমান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, চাটমোহর উপজেলার পলিদানা গ্রামে বিয়ে পর্ব শেষে ৩৫-৪০ জন বরযাত্রী বর-কনেসহ ফিরছিলেন। রাতে পৌনে আটটার দিকে শাহজাহানপুর মোড়ে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়।

তিনি আরও জানান,এ সময় বৃষ্টি হচ্ছিল।পথেঘাটেও লোকজন কম ছিল।গাড়ি উল্টে যাওয়ার পর ভেতরে আটকা পড়াদের চিৎকারে আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এসে উদ্ধার করে।

উদ্ধারকারী কয়েকজনের বরাত দিয়ে স্টেশন অফিসার মঈনুর রহমান জানান,বর কালাম হাতে আঘাত পেয়েছেন।এছাড়া গাড়িতে থাকা দুই শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।তবে কেউ গুরুতর আহত হননি বলে তিনি জানান।
খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সৈকত ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান।ওসি আমিনুল ইসলাম জানান,রাত ১০টা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছিলেন।

ঘটনাস্থলে থাকা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে বা চাপা পড়া কাউকে পাননি। তবে বাসটি তোলার জন্য ক্রেন দরকার হওয়ায় বাসটি সরানো যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার সৈকত ইসলাম জানান, গাড়িটি উদ্ধারের জন্য পরিবহন মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর