সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম ): পাবনার সাঁথিয়ায়” প্রদীপ্ত সাঁথিয়া ফেসবুক গ্রুপ-এর অনলাইন ছবি প্রদর্শনী প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে আজ (২৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা টিটিসি হলরুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রদীপ্ত সাঁথিয়া ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ নুরু এর সভাপতিত্বে ও প্রদীপ্ত সাঁথিয়া ফেসবুক গ্রুপের এডমিন মোঃ শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড,শামসুল হক টুকু (এমপি) ,মাননীয় সংসদ সদস্য ৬৮ পাবনা১ ও সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ও সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিনিয়র সাংবাদিক অধ্যাপক আঃ হাই,উজ্জ্বল হোসেন, আরিফসহ প্রদীপ্ত সাঁথিয়ার সকল সদস্যবৃন্দ।