সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম ) : পাবনার সাঁথিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকার ভোগীদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে ওই হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মাঝে সাবান,স্যালাইন,কেক,বিস্কুটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা।
আরো উপস্হিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মানিক মিয়া রানাসহ কর্মজীবী প্রায় শতাধিক সুবিধাভোগী মায়েরা।