ফজলুর রহমান : সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এর হস্তক্ষেপে সড়ানো হলো কাশিনাথপুরের পেঁয়াজহাটে দূর্ঘটনাকবলিত সরকার ট্রাভেলস গাড়িটি। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ৫ দিন পরে গাড়িটি সড়িয়ে নেয়া হয়।
উল্লেখ্য , গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী সরকার ট্রাভেলস কাশিনাথপুর বাজার অতিক্রম করার সময় সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত নির্দেশনা তোড়নে সজোড়ে ধাক্কা খায় এবং গাড়িটি ক্ষতিগ্রস্থ অবস্থায় বিশ্বরোডের উপড়ে পড়ে থাকে। ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবী করে সওজ বিভাগ গাড়িটি নিতে মালিকপক্ষকে বাঁধা দেয়। পরবর্তীতে জনস্বার্থে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদের হস্তক্ষেপে ও নির্দেশনায় মাধপুর হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম গাড়িটি সরিয়ে নেন।
কাশিনাথপুর নাগরিক কমিটির সেক্রেটারী ডা. আমিরুল ইসলাম সানু বলেন, দূর্ঘটনা কবলিত গাড়িটি বিশ্বরোডের ওপর ৫ দিন ধরে পড়ে থাকলেও কেউ কোন সমাধান দিতে পারছিল না। এতে দূর্ভোগের শিকার হয়েছে স্থানীয়রা। ইউএনও মহোদয় বিষয়টি অবগত হলে তার একান্ত প্রচেষ্টায় কাজটি সম্পন্ন হলো। এভাবে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঁথিয়া উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে চলেছেন। যেখানেই সমস্যা, সেখানেই জামাল আহমেদ।