পাবনা-সদর প্রতিনিধি : পাবনা জেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আমিনপুর থানার মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোছা: আনোয়ারা আহমেদ-কে পাবনার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রদত্ত কমিউনিটি পুলিশিং ডে ২০২০ সম্মাননা স্বারক প্রদান করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম । এর আগে ২০১৭ সালে মোছা: আনোয়ারা আহমেদ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তিনি সম্মাননা স্বারক পেয়েছিলেন । ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে বাংলাদেশ পুলিশ -এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয় ।
“মুজিব বর্ষের মূলমন্ত্র -কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগান নিয়ে পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে পাবনা পুলিশ লাইন গেট থেকে এক র্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে । র্যালী শেষে পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয় ।সকলের সম্মিলিত উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ উপহার দিতে সকলকে নিজ নিজ পরিসর থেকে কাজ করে যাওয়ার আহবান জানানো হয় অনুষ্ঠানে।
বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতিকে এগিয়ে দিয়ে সমাজ ও দেশকে অপরাধমুক্ত করার প্রত্যয় ঘোষনা করা হয় অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি ও পাবনা জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব,
প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পাবনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তি, পাবনা জেলা কমিউনিটি পুলিশের সহসভাপতি মোজাম্মেল হক কবীর, আনোয়ারা অহমেদ প্রমূখ বক্তব্য দেন।
এছাড়া কমিউনিটি পুলিশ গঠনে বিশেষ ভুমিকার জন্য পাবনা সদর থানার এসআই সুব্রত চৌধুরীকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।