সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম) : পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানে ১৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাঁথিয়া বাজারের বিভিন্ন স্হানে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ৭ টি প্রতিষ্ঠানে পণ্য আইন ১৯৫৬ এর ১২ ধারা ও ড্রাগ এ্যাক আইন ১৯৪০ এর ১৮৮,২৭৩ ধারায় মেসার্স দিলীপ স্টোরকে ৩০০০, ভিআইপি হোটেলকে ১০০০, আলিম ফার্মেসিতে ২০০০, মাজেদা ফার্মেসিতে ২৫০০, সোহেল এন্ড ব্রাদার্সে ৩০০০, বাবু স্টোরে ১০০০ হাজার, ইসরাফিল স্টোরে ১০০০ হাজার টাকা, মোট ১৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ নেতৃত্বে সাঁথিয়া থানা পুলিশের কনস্টেবল ও এসআই রাশেদ এ অভিযানে অংশ নেয়।