সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম) : মুজিব বর্ষের আহবান,যুব কর্মসংস্থান এই স্লোগানে আজ রবিবার (০১ নভেম্বর) পাবনা সাঁথিয়ায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রেডিট সুপারভাইজার মুক্তা ভদ্রার সঞ্চালনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়ার যুব উন্নয়ন অফিসার আঃ কদ্দুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা।
আরোও উপস্থিত ছিলেন সাঁথিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইনসহ উক্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে গাভী পালন, গরু মোটাতাজা করন,মাছ চাষ ও সেলাই মেশিন ক্রয়ের জন্য ২৬ জন উদ্দোক্তাকে ১০ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।