তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে সাজ্জাদ হোসেন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ ও সাঁথিয়া অডিটোরিয়ামের সামনে পানি উন্নয়ন বোর্ডের ডাইকের খালে নিহত শিশুটি চা দোকানী মমতা খালার নাতী ও শাহাদতের ছেলে।
জানা যায়, সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে চা দোকানী মমতা খালার বাড়িটি পানি উন্নয়ন বোর্ডের ডাইকের খালের পাশেই। আজ দুপুরে সবার অজান্তেই ওই খালের মাচালে নাতী সাজ্জাদ হোসেন মুখ ধুতে গেলে খালের মধ্য পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে এদিক সেদিক খোজাখুজি করে পরে খালের পাশে গেলে শিশুটিকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাঁথিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন,পানিতে ডুবে শিশু মৃত্যুর হার ক্রমেই বেড়ে চলছে। এ ব্যাপারে পিতা-মাতা ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।