আরিফ খাঁন, বেড়া : পাবনার বেড়ায় জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে মিলাদ মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নুর আহ্বানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি।
বেড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল রাজ্জাক অপুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল, সাবেক সাঁথিয়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক সরদার আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা এস এম আলমগীর,পাবনা জেলা পরিষদের সদস্য, আবদুল হাকিম বর্স, বেড়া উপজেলা যুবলীগ নেতা ময়ছার আলী খান, রমজান আলী, ভি পি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বেড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে বেড়া বাজার দলীয় অফিস কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।