তাইজুল ইসলাম, সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে ইসলামের নবী হযরত মোহাম্মদ(সা.) কার্টুন আঁকানো ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ক্রমর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে সাঁথিয়ার তৌহিদ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ নভেম্বর) জুম্মার নামাজের পর সাঁথিয়া পৌরসভা সংলগ্ন সাঁথিয়া বাজার জামে মসজিদ থেকে শুরু করে উপজেলা হয়ে বোয়ালমারী কামিল মাদরাসা প্রদক্ষিণ করে আবার সাঁথিয়া পৌরসভার সামনে থেমে যায়। এ কর্মসূচিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।