সুজানগর প্রতিনিধি (শেখ রেজাউল করিম) :
” সমবায় ই শক্তি সমবায় ই মুক্তি
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন “
শীর্ষক জাতীয় সমবায় দিবস উপলক্ষে পাবনার সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এসময় আরো ও বক্তব্য দেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী, প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান সহ স্থানীয় এনজিও ও সমিতির নেতৃবৃন্দ।