সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম ) : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির,সুশীল মাস্টার, বেলায়েত হোসেন।
আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, সমবায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ প্রায় শতাধিক সুবিধাভোগী ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল মোক্তালেব।