নিজস্ব প্রতিবেদক : পাবনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে সংরক্ষিত নারী আসনসহ তিন আসনের সদস্যই (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জাতীয় সংসদ ভবনের করোনা পরীক্ষায় সম্প্রতি তাদের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।
আক্রান্তরা হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া ফরিদপুর) আসনের আলহাজ মকবুল হোসেন, পাবনা -৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সদ্য নির্বাচিত আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এবং সংরক্ষিত মহিলা আসনের (পাবনা- সিরাজগঞ্জ) সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
করোনায় আক্রান্ত সাংসদদের স্বজনেররা তাদের করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। আক্রান্ত প্রত্যেকেই নিজ নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।এ ছাড়া তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।
পাবনা-৪ আসনের সাংসদ আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস জানান, তার বাবা করোনায় আক্রান্ত হলেও পুরোপুরি সুস্থ। তার শাররীক কোনও সমস্যা নেই। তিনি ঢাকার বাসায় বিশ্রামে রয়েছেন।
সংরক্ষিত মহিলা আসন (পাবনা-সিরাজগঞ্জ)-এর সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির ভাই জাহিদুল ইসলাম রাজু এমপি জলির করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে করোনায় আক্রান্ত সংসদ সদস্যদের আশু রোগ মুক্তি কামনায় পাবনার বিভিন্ন মসজিদে রোববার বাদ আছর দোয়া অনুষ্ঠিত হয়।