Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে কে হবে নৌকার মাঝি

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধি (আরিফ খান) : পাবনা বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত ১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে শূণ্য হওয়া উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে ব্যাপক। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ই নভেম্বর যাচাই বাছাই ১৭ই নভেম্বর। মনোনয়ন প্রত্যাতারের শেষ তারিখ ২৩ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ই ডিসেম্বর।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রায় ডজন খানেক নেতা দলীয় ফর্ম সংগ্রহ করেছেন তারা সবাই নৌকার মাঝি হতে চায়। মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রিয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। এক দলে এত প্রার্থী দেখে স্থানীয় আওয়ামী লীগে গুঞ্জন ও বিভেদ এখন প্রকাশ্যে রুপ ধারণ করেছে।

প্রার্থীদের মোটর সাইকেল-মাইক্রোবাস শোডাউন, পোস্টার, বেনারের ব্যাপক প্রচার প্রচারনা দেখে অনেকেই তাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতোমধ্যে যারা মনোনয়ন তুলেছেন তারা হলেন- উপজেলা নির্বাচনে পূর্বের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত মো. আফজাল হোসেন, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, রেজাউল হক বাবু, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সহধর্মিনী রওনাক জাহান রানু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মো. আজিজ খাঁন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা, এইচ এম ফজলুর রহমান মাসুদ রানা, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান ও পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান, কেএম রফিকুল্লাহ, হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হুমায়ন কবির চৌধুরী. রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন মুন, এ্যাডভোকেট ডিএম সাইফুল ইসলাম।

তবে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন রেজাউল হক বাবুর। তিনি মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয় বলেও স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনো চুড়ান্ত হয়নি। তবে বেড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি ও কৈটলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপিার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইজ উদ্দিন আহম্মেদ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এই তিনজনের যেকোনো একজন বিএনপির প্রার্থী হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর