Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় মুক্তিযোদ্ধা নুরুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খান : রাষ্ট্রীয় মর্যাদায় পাবনা বেড়া উপজেলার সানিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হক (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুম্বা করমজা পূর্বপাড়া ইদগাহ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে করমজা পূর্বপাড়া কবর স্থানে তার দাফন করা হয়।
বৃহস্পতিবার রাত দশটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হটাৎ অসুস্থ হয়ে পরে সন্ধায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাজার আগে বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান’র নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন বেড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইশহাক আলীসহ বেড়া-সাঁথিয়ার সকল মুক্তিযোদ্ধা এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মুসুল্লিরা। মরহুম নুরুল হক মৃত্যু কালে স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর মৃত্যুতে শোক প্রকাশ করে এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর