সাঁথিয়া প্রতিনিধি (তাইজুল ইসলাম): পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের উজান খানমামুদপুরে ইছামতি নদীর ডাইকের উপর একটি কালভার্টের দাবি র্দীঘবছরেও পূরণ হয়নি এলাকাবাসীর। ভুক্তভোগী এলাকাবাসী জানান, বোরো আবাদ মৌসুমে ইছামতি নদীতে পানি দিলে আই ৩,এস ৯ আওতাভুক্ত উজান খানমামুদপুরে আহম্মদের বাড়ির সামনে লিকেজ এর কারণে মাঠে পানি পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়। প্রতি বছরই ওই গ্রামের লোকজনকে এই সমস্যার সম্মুখীন হতে হয়।পাউবো’র র্কমর্কতা-র্কমচারীদের জানালে তারা এসে কয়েক বস্তা ইট,খোয়া দিয়ে দায়সাড়াকাজ করে যান। এতে মূলত কোন স্থায়ী রক্ষাকবচ হয় না। ওই গ্রামের বাসিন্দা আলমাছ হোসেন মাস্টার জানান, এখানে একটি কালর্ভাট না থাকায় তাদের ফসলাদির ব্যাপক ক্ষতি হয়। অনেকের বাড়িতেও পানি ঢুকে যায়। সম্প্রতি তারা এ ব্যাপারে বেড়া পাউবো’র নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।