পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা প্রবীর গোস্বামী বাবু স্মরণে আলোচনা শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার হাটুরিয়া জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ তজিম উদ্দিন সরকার, অত্র ইউনিয়নের আ.লীগের সাবেক সভাপতি প্রয়াত প্রবীর গোস্বামীর চাচা শ্রী শ্যামল গোস্বামী, অত্র ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আবদুল হামিদ সরকার, অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি শিহাব উদ্দিন প্রান্তিক, ছাত্রলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রাজু, উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাসেল, মো. শফি, মাসুদ রান প্রমুখ ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আ. লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সবাই প্রয়াত সাবেক ছাত্রলীগ নেতা প্রবীর গোস্বামী বাবু ‘ র আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য আসন্ন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবীর গোস্বামী বাবু গত ৭ নভেম্বর মারা যান । জানা য়ায় ঐ দিনই তিনি আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু অভিযাত্রিক-এর কেন্দ্রীয় সদস্য সচিব, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা, পঙ্কজ গোস্বামী ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা প্রবীন আওয়ামী লীগ নেতা ।