নিজস্ব প্রতিনিধি: বেড়া সরকারি কলেজের স্টাফ কাউন্সিল কর্তৃক বেড়া পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। উক্ত মাস্ক বিতরণ কার্যক্রম বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ এবং স্টাফ কাউন্সিলের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তৃতায় সকলের প্রতি মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, মাস্ক বিতরণ কার্যক্রমে বেড়া সরকারি কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ২৬০০ মাস্ক বিতরণ করেন। এর আগেও তারা এমন কর্মসূচি পালন করেছেন।
এই কার্যক্রমে বেড়া স্থানীয় প্রশাসন ও বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।