বেড়া প্রতিনিধি : চলমান শীতে মহামারি করোনার প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বৈর্শ্বিক মহামারি (কোভিট-১৯) করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সকলেই মুখে মাস্ক পরি, নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি” এই স্লোগানকে সামনে রেখে পাবনা বেড়া উপজেলা আওয়ামীলীগের (ভারপাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল মাস্ক বিতরণ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা দশটা থেকে দুপুর বারোট পর্যন্ত বেড়া সিএন্ডবি বাসষ্ট্যান্ড ও চতুর বাজারের বিভিন্ন স্থানে আ.লীগের নেতা কর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করেন আব্দুর রশিদ দুলাল।
মাস্ক বিতরণ কার্যক্রমের পাশাপাশি মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায়, সামাজিক দূরত্ব বজায় এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সকল দোকানী, ভ্যান চালক, সিএনজি চালক, মুচি পথচারীসহ জনসাধারণকে সচেতন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মো. আবু হেলাল , মো. সাহজাহান আলী, মো. জন্টু , বরকত আলম, শাহিনুর রহমান ডালিম, মোস্তফা কামাল, তারিকুল ইসলাম, মো.শফিকুল ইসলাম (শফি), জাহিদুল ইসলাম, মাসুদ রানাসহ আ.লীগের অঙ্গসংগঠনের প্রায় অর্ধশতাধিত নেতা কর্মী অংশগ্রহণ করেন। এসময় মাস্ক না পরিহিত প্রায় এক হাজার জনকে মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।