চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী। এর আয়োজন করেছে সৃজনশীল চিত্র শিক্ষালয় চিত্রগৃহ।
করোনাকালে প্রাথমিক ও মাধ্যমিকে পড়া শিশুদের আঁকা ছয়শ ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে

সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।

চিত্রগৃহের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, জনতা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, প্রবীণ শিক্ষক অলোক কুমার কুণ্ডু, বিজয় ভৌমিক, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রমুখ।