সুজানগর প্রতিনিধি: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সাম্প্রদায়িক ধর্মান্ধ ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাণধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমালের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা। এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, বাবু,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।