Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

নানারকম আয়োজনে মানব কল্যাণ ট্রাস্টে মহান বিজয় দিবস উদযাপিত

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনা পৌর সদরে অবস্থিত মানব কল্যাণ ট্রাস্টে বুধবার ভিন্নধর্মী আয়োজনে মহান বিজয় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সাধারণ শিশু ও প্রতিবন্ধী শিশু -কিশোরদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিবন্ধী ও দুঃস্থ এতিমদের কল্যাণে গড়ে তোলা হয়েছে দাতব্য এ বিশেষায়িত প্রতিষ্ঠান।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক, প্রস্তাবিত মাস্ট ইউসিভিার্সিটির চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়্যারম্যান, রোটারি ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট অব পাবনা, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল রাখতে অধ্যক্ষ বিশ্বাস ৫০ হাজার টাকা দান ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল হোসেন পারিবারিক বিশেষ কারণে পাবনার বাইরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিটি কলেজেন অধ্যক্ষ ড. মজিবর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক ও কথা সাহিত্যিক আখতার জামান। স্বাগত বক্তব্য দেন মানব কল্যাণ ট্রাস্টের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ প্রতিষ্ঠানের সাবেক ছাত্র পুরাপুরি দৃষ্টি প্রতিবন্ধী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আলহাজ¦ হোসেন, আনসার ভিডিপি ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খাঁন, নীল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাবকল্যাণ ট্রাস্টের সর্ব সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, আলহাজ¦ আফজাল হোসেন, এ্যাড. মতিউর রহমান, মো; ইসমাঈল হোসেন, এসএম শাহজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা ভুলে যাওয়ার নয়। তিনি মানুষের হৃদয়ে জাগরুক । তিনি সব শহীদের জন্য দোয়া কামনা করেন। একই সাথে তার সদ্য প্রয়াত স্ত্রী ফরিদা বিশ্বাসের জন্য দোয়া চান। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জানান, আগেও এর সাথে ছিলাম। এখনও আছি, ভবিষ্যতেও আজীবন থাকব ইনশাআল্লাহ। তিনি প্রতিষ্ঠানটির জন্য ৫০ হাজার টাকা এককালীন দান ঘোষণা করেন।
অন্যান্য বক্তাগণ বলেন, এ প্রতিষ্ঠানে এতিম অসহায় শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী শিশু কিশোররা অনেক। তারাও আজ ভিন্নধর্মী আয়োজনে বিজয় দিবস উদযাপন করছে। এটা অনেক গর্বের কথা। দেশ স্বাধীন না হলে অনেক কিছুই হত না। তারা বলেন, আজ যিনি অন্ধ, বোবা, বধির তিনিও বিজয়ের স্বাদ পাচ্ছেন। আর এটা হলেই তো বিজয় সার্থক হবে।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মানব কল্যাণ ট্রাস্টের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ।
এর আগে সাধারন শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু- কিশোররা বিজয় দিবস উপলক্ষে কেরাত প্রতিযোগিতা, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ করে প্রতিবন্ধী শিশু- কিশোরদের ক্রিকেট খেলা দেখে অনুষ্ঠানে আগতরা আশ্চর্য হয়ে যান। তারা এখানে পবিত্র কোরান শরীফের বিভিন্ন আয়াত দিয়ে সাজানো অনন্য মিউজিয়াম দেখে অভিভূত হন। শেষে বিজয় দিবস উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ী শিশু- কিশোরদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর