Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

ইংরেজি নতুন বছরে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসকে সংবর্ধিত করল রাজাপুর স্পোর্টিং ক্লাব

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : ইংরেজি নতুন বছরে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস দম্পতিকে সংবর্ধিত করল রাজাপুর স্পোর্টিং ক্লাব। মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর সাইট অফিসে শুক্রবার সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, প্রস্তাবিত মাস্ট ইউসিভিার্সিটির চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়্যারম্যান, রোটারি ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট অব পাবনা, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস ও তার স্ত্রী মিসেস মিষ্টি বিশ্বাস উপস্থিত ছিলেন।
রাজাপুর স্পোর্টিং ক্লাব এর সভাপতি মেহেদী হাসান রুবেল ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তাদের ক্লাব সদস্যরা ফুলের তোড়া দিয়ে ইংরেজি বছরের ১ম দিনে নব দম্পতিকে শুভেচ্ছা জানান। এ সময় অধ্যক্ষ বিশ্বাসও সবার প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরে নতুন আশা নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে। তাহলে দেশে এগিয়ে যাবে আর সমৃদ্ধ হবে বাংলাদেশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে আবার প্রাণ ফিরে পাক।
তিনি বলেন, এ বছরে অনেকেই অনেক কিছু হারিয়েছে আবার অনেকে অনেক কিছু পেয়েছেন। সৃষ্টির অমোঘ নিয়মে তিনিও তার ব্যতিক্রম নন। তবুও সবাই বিভিন্ন দুঃখ সুখ ভুলে নতুন করে নতুন বছর শুরু করতে হয় জীবনের তাগিদে। তিনি আরো বলেন, সকলের মন থকে হিংসা-দ্বেষ দুরে যাক। তার জায়গায় আসুক বিশ্বাস।
শেষে তরুণ- যুবকরা বলেন, জীবনের ক্রান্তিলগ্নে অধ্যক্ষ বিশ্বাসের জীবনে ঘটে গেছে বিযোগাত্মক ঘটনা। যেখানে মানুষের কোন হাত নেই। তারপরও জীবন চালাতে হয়, চলতে হয়। সে কারণে তার নতুন দাম্পত্য জীবন যেন সুখের হয় সে আশা তারা করেন। তারা বিশ্বাস দম্পতির সুস্বাস্থ্য কামনা করেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর