গোলাম মাহবুব: ২ জানুয়ারি শনিবার বেড়া উপজেলার মাশুন্দিয়া 21st Century ESR এর উদ্যোগে হতদরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে সামজিক দুরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে শীতবন্ত্র (কম্বল) বিতরন করা হয়।
উক্ত শীতবন্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 21st Century ESR এর সভাপতি জনাব আলহাজ্ব ইমান আলী, সাধারন সম্পাদক প্রভাষক জনাব আবু সামাসহ সংগঠনটির সদস্য মন্ডলী।
শীতবন্ত্র বিতরন অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সাধারন সম্পাদক প্রভাষক আবু সামা বলেন, “আমাদের এই সংগঠনটি সম্পুর্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর অত্র এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করে থাকি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কারনে আর্ত-মানবতার সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তিনি সকলের সহযোগিতা ও সু-স্বাস্থ্য কামনা করেন।
” সভাপতির বক্তব্যে আলহাজ্ব ইমান আলী বলেন,”আমাদের এই সংগঠনের সদস্যদের মাসিক/বাৎসরিক আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়। প্রতিষ্ঠানের কাজের সহোযোগিতার জন্য সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।