নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলার জহিরপুর দাখিল মাদ্রাসায় ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গতকাল শনিবার রাতে শেষ হয়েছে। ২য় দিনে প্রধান অতিথি ছিলেন ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, পাবনা আবাসিক কোরানীয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুস সাত্তার প্রাং।
কোরআন মাহফিলে ১ম দিন প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নূর মোহাম্মদ সিরাজী, ২য় বক্তা ছিলেন মাওলানা মো: ওয়াজেদ আলী। ২য় দিনে প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, ২য় বক্তা ছিলেন মাওলানা আলমগীর হোসেন। এছাড়া শনিবার সকাল ৯টা থেকে মহিলাদের জন্য পবিত্র কোরান তাফসির মহফিলের আয়োজন করা হয়।
সমাপনী দিনে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস তার বক্তব্যে বলেন, ইসলামের সুমহান বাণীই কেবল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তিনি বলেন, ইসলামে হিংসা- বিদ্বেষ বা সহিংসতার কোন স্থান নেই। ইসলামের সুমহান বানী আমাদের ছড়িয়ে দিতে হবে। এতে শান্তি আসবে ইহকালে এবং পরকালে।
অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, তিনি শিক্ষা প্রসারে আজন্ম আত্মনিয়োগ করেছেন। নিজ পৈত্রিক নিবাস এলাকা দুবলিয়ায় শিক্ষা নগরী গড়ে তুলেছেন। এখন তিনি পাবনা শহরের অদুরে তার রিয়েল এস্টেট কোম্পানীর মধ্যেই একটি শিক্ষানগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বে- সরকারি বিশ্ববিদ্যালয় (মাহাতাব উদ্দিন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি- মাস্ট) চালুর কাজ অনেকদুর এগিয়েছে। এটি আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি সবার কাছে দোয়া চান।