নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস অনন্যা পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২১ লাভ করেছেন। ধুমপান ও মাদক বিরোধী, সমাজসেবামূলক প্রতিষ্ঠান অনন্যা সোস্যাল ফাউন্ডেশন তাঁকে এ সম্মাননা পদক প্রদান করে। আয়োজকরা জানান, আবাসন খাতে বিশেষ অবদানের জন্য তাঁকে এ পদক প্রদান করা হয়।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্টন টাওয়ারে ‘ মুজিব শতবর্ষ ও উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ ’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবুর রহমান খোকন। প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। আলোচনা সভা শেষে অধ্যক্ষ বিশ্বাসের হাতে এ পদক তুলে দেয়া হয়। এ সময় তার সাথে তার মিসেস তাসনিম মিষ্টি বিশ্বাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাবনা শহরের সন্নিকটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে মাহাতাব বিশ্বাস গ্রীনসিটি গড়ে তোলা হয়েছে। পাবনার অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় এ প্রকল্পর এমডি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। এ প্রকল্পে শুধু নিরাপদ আবাসন প্রকল্পই নয় জীবনযাত্রার সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলোর প্রতিই এখানে নজর দেয়া হয়। অধ্যক্ষ বিশ্বাস এখানে একটি শিক্ষানগরীও গড়ে তুলছেন। এখানে বিনিয়োগকারীরা শতভাগ নিরাপত্তার সাথে তাদের বিনিয়োগ করতে পারছেন।
পদক লাভের পর শনিবার রাতে অধ্যক্ষ বিশ্বাস বলেন, তিনি মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন্ এসব পুরষ্কার তাকে আরো মানবসেবায় উদ্ধুদ্ধ করে। তিনি বলেন, সামাজিক দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে।
অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব বিশ্বাস এর এ পদকপ্রাপ্তিতে তার শুভাকাংখীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার জীবনের অন্যতম ইচ্ছা পাবনায় একটি বে- সরকারি বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন যেন সফল হয় সে শুভকামনা জানান।