Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনার কাজীরহাট-আরিচা ফেরি সার্ভিস চালু হচ্ছে শীঘ্রই

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে চাপ ও ঝুঁকি কমাতে এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সরকারের ১০ হাজার কিলোমিটার নদীপথ বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে শীঘ্রই চালু হতে যাচ্ছে পাবনার কাজীরহাট-আরিচা ফেরি সার্ভিস। ইতোমধ্যে নদী পথের কাজ অনেকটাই এগিয়ে এসেছে।

গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কাজীরহাট-আরিচা ফেরিঘাট পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এর আগে মঙ্গলবার আরিচা ফেরিঘাট থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিটি কাজীরঘাট ফেরিঘাটে এসে নোঙর করে। বুধবার দুপুরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে কাজীরহাট ফেরিঘাটে এসে পৌঁছান।

কাজীরহাট ফেরিঘাটে নামার পর তিনি ঘাট এলাকার আশপাশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, কাজীরহাট ও আরিচা ফেরিঘাটের দুপাসসহ নদীর নাব্য অনুযায়ী ফেরি চলাচলের উপযোগী রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল কার্যক্রম শুরু হবে।
পরিদর্শন শেষে টিএস ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) প্রশিক্ষণ জাহাজের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে আরিচাঘাটের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ দপ্তরের (বিআইডব্লিউটিসি) প্রধান প্রকৌশলী (পুর), পরিচালক (নৌসওপ), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং), অধ্যক্ষ এসপিটিআই মাদারীপুরসহ প্রটোকল কর্মকর্তা তার সফরসঙ্গী ছিলেন।
বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিরোজ হোসেনসহ জনপ্রতিনিধি, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিসহ স্থানীয় সুধীজন এসময় উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিসির ক্যাপ্টেন আলী রেজা বলেন, কাজীরহাট -আরিচাঘাট রুটে প্রথম অবস্থায় ৪ টি ফেরি চলাচল করবে। যানবাহন পারাপারের ওপর ভিত্তি করে আরও ফেরি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর