সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলার চর ও নদী ভাংলী ৫ শ’ নারী-পুরুষ স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এ্যাডভোকেট শামসুল হক টুকু- অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছা ফাউন্ডেশন এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছার মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার সবুর আলী। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুব আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, এ্যাডভোকেট শামসুল হক টুকু- অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছা ফাউন্ডেশন এর সভাপতি ও যুবলীগ এর কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আসিফ শামস্ রঞ্জন প্রমুখ। বেড়া উপজেলা নির্বাহী অফিসার সবুর আলী এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেট শামসুল হক টুকু- অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছা ফাউন্ডেশন এর সেক্রেটারি ডা. আমিরুল ইসলাম সানু।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থোপেডিক, ডায়াবেটিস, নাক-কান-গলা, মেডিসিন, ডেন্টাল, বাতব্যাথা প্যারালাইসিসসহ সকল বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অন্যদিকে, রোগীদের সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
স্বাস্থ্য সেবা নিতে আসা যমুনা পাড়ের জাহানারা খাতুন(৬৫) বলেন, টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারেননি তিনি। এখন টুকু ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বড় বড় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পেয়েছেন। একই রকম কথা বলেন শেফালি খাতুন(৩৫)। তিনি বলেন, তারা নানারকম রোগে ভুগলেও টাকার অভাব এবং করোনার জন্য কোথাও চিকিৎসা নিতে যেতে পারেননি। বড় বড় ডাক্তার এসে তাদের বিনামূল্যে দেখেছে। এতে তারা খুব খুশি বরে জানান। আনোয়ার হোসেন(৫০) নামের একজন জানান, এ ফাউন্ডেশনের উদ্যোগে বড় বড় ডাক্তার বিনামূল্যে তাদের দেখেছেন। তাদের শহরে যেতে হয়নি। শহর থেকেই তারা এসেছেন। এতে তারা উপকৃত হয়েছেন।
সাঁথিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুব আলম বাচ্চু বলেন, এ্যাডভোকেট শামসুল হক টুকু- অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছা ফাউন্ডেশন একটি মহতী উদ্যোগ নিয়েছেন। তিনি সাঁথিয়াতেও এরকম ক্যাম্প করার জন্য আহ্বান জানান।
বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন বলেন, বেড়ার অভাবী মানুষের জন্য এরকম স্বাস্থ ক্যাম্প বিরাট উপকার বয়ে এনেছে।
স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখতে আসা বিএমএ পাবনা’র সেক্রেটারি ডা. আকসাদ আল- মাসুর আনন জানান, অভাবী মানুষের সেবা করতে পেরে তারা নিজেরাও মানসিকভাবে তৃপ্ত।
এ্যাডভোকেট শামসুল হক টুকু- অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছা ফাউন্ডেশন এর সভাপতি এ্যাডভোকেট আসিফ শামস্ রঞ্জন জানান, তারা করোনাকালীন সময়ে দীর্ঘদিন ধরে কিছু মাদ্রসায় এবং সাঁথিয়া- বেড়ার বিভিন্ন গ্রামে গ্রামে শিশু ও বৃদ্ধদের জন্য দুধ ও ডিম বাড়ি বাড়ি সরবরাহ করেছেন। তিনি জানান, জনকল্যাণে নিবেদিত এ সংগঠন চিকিৎসা বঞ্চিত মানুষের কথা ভেবেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করেছেন। রোগীদের বিনামূল্যে সব ওষুধও প্রদান করা হয় বলে তিনি জানান।
এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, তার প্রয়াত স্ত্রী অধ্যাপিকা লুৎফুন্নেচ্ছার মৃত্যুদিবসে স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়েছে। এতে অসহায় মানুষগুলো যেমন উপকৃত হচ্ছেন অন্যদিকে তার প্রয়াত সহধর্মীনির আত্মাও শান্তি পাবে বলে তিনি আশা করেন।