Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

“ঈশ্বরদীতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিক নিহত”

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি:পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে ট্রাকের চাপায় সুমন ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসার পথে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের পাকশীর বাঘইল পশ্চিমপাড়া সড়কের দোতালা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুমন ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ এ্যাবা কোম্পানিতে মেনটেনেজ সেকশনের ইটিবিতে অপারেটরের কাজ করতো। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের হযরত আলীর ছেলে।

বড় ভাই সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সুমন প্রতিদিন ভোরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে হাঁটাহাটি করতো। আজ ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। নামাজ শেষ হওয়ার পর মুসল্লি ও এলাকাবাসী রাস্তায় দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে।

সুমনের সহকর্মী তানিম হোসেন বাংলানিউজকে জানান, সুমন তার বড় ভাই সাইফুল ইসলামের শ্বশুরবাড়িতে থাকতো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। অনেক শান্ত স্বভাবের ছিল। টানা ১০ বছর একই কোম্পানিতে চাকরি করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ-ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর