Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে ২০০ হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি: কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের গড়ে তোলা ‘সমাজ কল্যাণ বন্ধু সংগঠনের ’ উদ্যোগে ২০০ হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের নিজেদের তত্ত্বাবধানে ‘হত-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী -২০২১’ শিরোনামে কাশিনাথপুরের স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে এগুলো বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের নিজেদের অর্থায়নে, কাশিনাথপুর বিজ্ঞান স্কুল ও স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় প্রতিটি পরিবারকে ৩ কেজি করে চাল ও হাফ কেজি করে ডাল বিতরণ করা হয় ।

গত ১৪ই ফেব্রুয়ারি (রবিবার) ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পাবনার কাশিনাথপুরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের একদল প্রানবন্ত সদস্য গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভাবগ্রস্ত মানুেষর মাঝে সাহায্য তুলে দেয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুল ও স্কাইলার্ক স্কুলের শিক্ষকগণ ও অন্যান্য এলাকার ব্যক্তিবর্গরা ।

তাদের এমন উদ্যোেগর প্রশংসা করে শিক্ষকরা বলেন, কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের কর্তৃক গৃহীত ‘হত-দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী -২০২১’ নিঃসন্দেহেই একটি প্রশংসনীয় উদ্যোগ। যা হাসি ফুটাতে পেরেছে কাশিনাথপুরের অভাবগ্রস্থ অল্প কিছু মানুষের মুখে। ভবিষ্যতে আরো বড় পর্যায়ে এমন কর্মসূচীর জন্য তাদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন । কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা অতীতেও মানবতার সেবায় কাজ করেছে। বর্তমানে ছাত্রদের মধ্যে মানবিকতার বিষয়টি সৃষ্টি করা অত্যন্ত দরকার।

শিক্ষার্থীরি জানায় , অভাব-অনটনে জর্জরিত কিছু মানুষের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র এই সংগঠনের শিক্ষার্থীদের নিজেদের অর্থ দিয়ে অভাবগ্রস্থ মানুষগুলোর কাছে যথাযথ ভাবে সাহায্য পৌঁছে দেয়ার। আমাদের বিশ্বাস আমরা ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম চালিয়ে যাব এবং শিক্ষার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে পারব।

শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন পেশার মানুষকে হতদরিদ্রদের পাশে দাড়ানোর দাবী জানায় ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর