নিজস্ব প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আত্রাইশুকা গ্রামের কৃতি সন্তান সুনামধন্য দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-৯৮ ও সরকারী দুলাই ডাঃ জহুরুল কামাল কলেজ থেকে এইচএসসি-২০০০ ব্যাচে রাজশাহী বোর্ডের মধ্যে মেধা তালিকায় এসএসসিতে১০তম, এইচএসসিতে ০৭তম স্থান নিয়ে কৃতিত্বের সাথে বোর্ড’স্ট্যান্ড লাভ করেন।মেধাবী ছাত্র আমিরুল ইসলাম মিরু এইচএসসি পাস করার পর প্রার্চ্যের অক্সফোর্ট বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে চাকুরী লাভ করেন। তিনি মেধা,শ্রম,সততা ও কঠোর পরিশ্রম দ্বারা অতি অল্প সময়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যান।বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে শূন্য পদে স্থায়ী’ভাবে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।তিনি ট্যুরিজম অব হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। পরবর্তী জীবনে তিনি যেন ভিসির সর্বোচ্চ সম্মান লাভ করেন।এজন্য তিনি আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।