রফিকুল ইসলাম সান: পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩শ” পিচ ইয়াবাসহ বেড়া জগনাথপুর গ্রামের তারেকের ছেলে রাসেল(২২) ও একই গ্রামের নুরজামানের ছেলে আসাদুজ্জামান(২৭) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, সোমবার(২০ জুন) মাদকদ্রব্য পরিদর্শক শাহজালাল খান গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারে সাঁথিয়া থানাধীন সি এন্ড বি বণলতা সুইটস্ এর সামনে আটো ষ্ট্যান্ডে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এ সময় তিনি সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে দুইজনকে আটকের পর দেহ তল্লাসি করে রাসেলের কাছে ২শ পিচ ও আসাদুজ্জামানের কাছে ১শ পিচ ইয়াবা পান ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিদর্শক শাহজালাল খান জানান, সাঁথিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের কারা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।