Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত ॥ আহত তিন পুলিশ সদস্য

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিবেদক : পাবনার বেড়া উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ওলিউল্লাহ নামের এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ওলিউল্লাহ বেড়া শানিলা গ্রামের মৃত আকবর মাস্টারের ছেলে। বুধবার ভোর রাতে পৌরসভার জোড়দাহ ঈদগা মাঠের পাশে বন্দুকযুদ্ধে সে নিহত হয়।বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, আট মামলার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ওলিউল্লাহকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে। তাকে সাথে নিয়ে পুলিশ মাদক ও তার সহযোগীদের ধরতে অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে জোড়দাহ ঈদগা মাঠের কাছে পৌছালে ওলিউল্লাহর সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলির পর ওলিউল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় এক এএসআই ও দুই কনস্টেবলসহ তিনজন পুলিশও আহত হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি ও একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওলিউল্লাহকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বৃহস্পতিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর