Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

বিত্তবানদের একটু সহানুভূতিই পারে মালিহার জীবন বাঁচাতে

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : এক মাস আগেও আনন্দউল্লাসে মেতে থাকতো সহপাঠীদের সাথে, হই-হুল্লোড়ে মাতিয়ে রাখতো পরিবারের সবাইকে। আজ আর কেউ তার হাসিমুখটি দেখতে পায় না। সামান্য একটু দূর্ঘটনায় অসামান্য ক্ষতি হয়ে গেলো ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মালিহার। পিঠের মেরুদণ্ডের হার ভেঙে গেছে। কোমড় থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে। ডাক্তাররা বলছে পুরোপুরি আরোগ্য সম্ভব নয়, তবে কিছুটা স্বাভাবিক জীবন পেতে হলেও চিকিৎসা ব্যয় হবে অনেক। সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি ও সাহায্যই হয়তো মালিহার জীবনে আলো দিতে পারবে। ছোট্ট মালিহা এখন দিনের সবটুকু সময় চুপচাপ অপলক চেয়ে আছে সমাজের বিত্তবানদের প্রতি। পাবনার বেড়া উপজেলার খানপুরা গ্রামের মাহবুব হাসানের মেয়ে মালিহা। মাত্র ১ মাসের চিকিৎসায় মাহবুব হাসান প্রায় সবকিছু শেষ করেছে। এখন মাথা গোঁজার ঠাঁই শেষসম্বল বসতভিটাও বিক্রির পথে। মালিহার বাবা মাহবুব হাসান বলেন, চার লক্ষাধিক টাকা ইতোমধ্যেই ব্যয় হয়েছে। জানি না আর কত ব্যয় হবে। তবে আমার মত দরীদ্র দিনমজুরের পক্ষে এত টাকা ব্যয় করা কিছুতেই সম্ভব নয়। মালিহাকে বাচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা প্রার্থনা করা যাচ্ছে। সবার একটু সহানুভূতি ও সহায়তা পেলে হয়তো মালিহা তার জীবনের আলো কিছুটা হলেও ফিরে পাবে। মালিহার পরিবারের সাথে কথা বলার ফোন নম্বর : ০১৭৩৯-৬৯০৬৪৮।

সাহায্য পাঠান: সঞ্চয়ী হিসাব নং ১৬৮৫১, ইসলামী ব্যাংক, কাশিনাথপুর শাখা, পাবনা।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর