স্টাফ রিপোর্টার : এক মাস আগেও আনন্দউল্লাসে মেতে থাকতো সহপাঠীদের সাথে, হই-হুল্লোড়ে মাতিয়ে রাখতো পরিবারের সবাইকে। আজ আর কেউ তার হাসিমুখটি দেখতে পায় না। সামান্য একটু দূর্ঘটনায় অসামান্য ক্ষতি হয়ে গেলো ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মালিহার। পিঠের মেরুদণ্ডের হার ভেঙে গেছে। কোমড় থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে। ডাক্তাররা বলছে পুরোপুরি আরোগ্য সম্ভব নয়, তবে কিছুটা স্বাভাবিক জীবন পেতে হলেও চিকিৎসা ব্যয় হবে অনেক। সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি ও সাহায্যই হয়তো মালিহার জীবনে আলো দিতে পারবে। ছোট্ট মালিহা এখন দিনের সবটুকু সময় চুপচাপ অপলক চেয়ে আছে সমাজের বিত্তবানদের প্রতি। পাবনার বেড়া উপজেলার খানপুরা গ্রামের মাহবুব হাসানের মেয়ে মালিহা। মাত্র ১ মাসের চিকিৎসায় মাহবুব হাসান প্রায় সবকিছু শেষ করেছে। এখন মাথা গোঁজার ঠাঁই শেষসম্বল বসতভিটাও বিক্রির পথে। মালিহার বাবা মাহবুব হাসান বলেন, চার লক্ষাধিক টাকা ইতোমধ্যেই ব্যয় হয়েছে। জানি না আর কত ব্যয় হবে। তবে আমার মত দরীদ্র দিনমজুরের পক্ষে এত টাকা ব্যয় করা কিছুতেই সম্ভব নয়। মালিহাকে বাচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা প্রার্থনা করা যাচ্ছে। সবার একটু সহানুভূতি ও সহায়তা পেলে হয়তো মালিহা তার জীবনের আলো কিছুটা হলেও ফিরে পাবে। মালিহার পরিবারের সাথে কথা বলার ফোন নম্বর : ০১৭৩৯-৬৯০৬৪৮।
সাহায্য পাঠান: সঞ্চয়ী হিসাব নং ১৬৮৫১, ইসলামী ব্যাংক, কাশিনাথপুর শাখা, পাবনা।