স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় কৃত্রিম উপায়ে দুধ তৈরির সরঞ্জামসহ ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট বিষাকোল গ্রামের আবু ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কৃত্তিম উপায়ে দুধ তৈরির রাসায়নিক উপাদান, ৬ লিটার সয়াবিন তেল, ফরমালিন, সোডা ও দুইটি ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম শ্রী সঞ্জয় ঘোষ (৩৫)। সে পাবনার বেড়া উপজেলার মালদহ পাড়া গ্রামের বৃন্দাবন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সঞ্জয় ঘোষ ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের দ্বিজেন ঘোষের কন্যাকে বিয়ে করে দুই বছর ধরে ভাঙ্গুড়ায় বসবাস করছে। দীর্ঘদিন ধরে তিনি পানি, সয়াবিন তেল, রাসায়নিক পাউডার ও ফরমালিন মিশিয়ে কৃত্রিম উপায়ে দুধ তৈরি করে এলাকার বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতির সভাপতি দের সরবরাহ করতেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সঞ্জয় জানায়, ৬ লিটার সয়াবিন তেলের সঙ্গে রাসায়নিক পাউডার ও ফরমালিন ব্লেন্ডার করে পানির সঙ্গে মিশিয়ে কৃত্রিম উপায়ে প্রায় ২০০ লিটার দুধ তৈরি করা হয়। কৃত্রিম এই দুধ উপজেলার চরভাঙ্গূড়া গ্রামের দুধ ব্যবসায়ী শফি আহমেদ ও ভবানীপুর গ্রামের আবুল কালামকে তিনি সরবরাহ করতেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃত্তিমভাবে দুধ তৈরি করার চক্র কে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে নজর রাখছে। এর ফলশ্রুতিতে এই ভেজাল দুধ তৈরিকারীকে আটক করা সম্ভব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে।